Description
শায়খুল ইসলাম মুফতী মুহাম্মদ তাকী উসমানী। বর্তমান সময়ের একজন বিজ্ঞ ও সুপরিচিত আলেম। তার সাম্প্রতিককালের শ্রেষ্ঠ কীর্তি আত্নজীবনীমূলক রচনা ২০১৭ সাল উর্দু মাসিক পত্রিকা আল বালাগে নিয়মিত প্রকাশিত হচ্ছে। অত্র ” আমার জীবনকথা গ্রন্থটি ধারাবাহিকভাবে প্রকাশিত সেই পত্রিকা থেকে সংকলন করে অনুবাদ করা হয়েছে। অনুবাদ করেছেন মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম।
.
➤ সার-সংক্ষেপঃ-
সূচনাপর্বে শায়খুল ইসলাম মুফতী তাকী উসমানী তার আত্মজীবনী লেখার প্রেক্ষাপট এবং আত্মজীবনী লেখার অনুরোধ জানিয়ে মুফতী আহমাদ খানপুরী সাহেবের দুটি পত্র ও এ নিয়ে লেখকের উত্তর ইত্যাদি বর্ণিত হয়েছে।
এরপর প্রথম পর্বে লেখক পূর্বপুরুষদের সম্পর্কে কিছু কথা, জন্ম ও শৈশব, পিতা মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.) এর স্নেহ-মমতায় মাখানো শৈশব এবং শৈশবের কঠিন ধৈর্য পরীক্ষা ইত্যাদির বর্ণনা দিয়েছেন।
দ্বিতীয় পর্বে আলোচিত হয়েছে মমতাময়ী মা, ভাই-বোনদের পরিচয় দিয়েছেন। তার মধ্যে রয়েছে বড় বোন মুহতারামা নাঈমা খাতুন, মেজবোন মুহতারামা আতীকা খাতুন এবং বড় ভাই মুহাম্মাদ যাকী কাইফী (রহ.)।
তৃতীয় পর্বে লেখকের হযরত হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) এর হাতে বাইয়াতের ঘটনা আলোচিত হয়েছে। এছাড়াও এ পর্বে রয়েছে বোন মুহতারামা হাসীবা খাতুন ও মুহতারামা রাকীবা খাতুন এবং ভাই জনাব মুহাম্মদ আলী রাযী ও মাওলানা মুফতী মুহাম্মদ রফী উছমানীর বর্ণনা।
.
➤ ব্যক্তিগত অনূভুতিঃ-
পৃথিবীতে এমন ব্যক্তিত্ব খুব কম আছে যাদের লেখা চোখ বন্ধ করে পড়া যায় শায়খুল ইসলাম মুফতী তাকী উসমানী তাদের মাঝে অন্যতম। আর এটা যদি তার নিজেরই আত্মজীবনী হয় তাহলে তো কথাই নেই। তার আত্মজীবনীমূলক এই বইটির এখন পর্যন্ত ছয়টি খন্ড প্রকাশিত হয়েছে। এটি তো কেবল সূচনা খন্ড। এরপরের খন্ডগুলোতে রয়েছে মূল চমক। কেননা তখন পাঠক জানতে পারবেন তার বেড়ে ওঠা, কর্মময় জীবন ও ভ্রমণবৃত্তান্ত সহ আরো অনেক কিছু। তার কর্মময় জীবন কাহিনী নিসন্দেহে পাঠকের জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে এবং অনুপ্রেরণা যোগাবে। তাই সকলের নিকট অনুরোধ বইটি নিজে পড়ন, অপরকেও পড়তে উৎসাহিত করুন।
Reviews
There are no reviews yet.