ইসলামী ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি ও আধুনিক যুগ
অভিশপ্ত জাতি (Ovishopto Jati)
আতাতুর্ক থেকে এরদোয়ান (Ataturko Theke Erdogan)
আমার দেখা তুরস্ক (Amar Dekha Turosko)
আলোকিত জীবনের পথ
তালেবে ইলমের পরিচয়, দায়িত্ব, কর্তব্য ও মর্যাদা যা সে নিজেও উপলব্ধি করতে পারে না। হৃদয়ের সবটুকু দরদ দিয়ে তালিবে ইলমদের খেদমতে সে কথাটিই আরয করেছেন, তাদের সচেতন করার আন্তরিক প্রয়াস চালিয়েছেন মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহ. তাঁর এ সকল ভাষণে। যে কোনো তালিবুল ইলম হযরত রহ.-এর এ দরদভরা কথায় আমল করে জীবনকে সার্থক ও সফল যেমন করতে পারেন। তদ্রূপ নিজেকে করতে পারেন আখেরাতে নাজাত ও মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।