ফেরা
ফেরা বইটি দুজন বোনের ইসলামে দীক্ষিত হবার গল্প। খ্রিস্টধর্ম থেকে ইসলামে ফিরে আসার পেছনের যে গল্প, যে অনুপ্রেরণা, যে অনুঘটক, সেসব নিয়েই রচিত এই বইটি। আমাদের চারপাশটাই গল্পের মতো। গল্পের যে কথা, সেই কথাগুলো সাধারণত আমাদের চারপাশ থেকেই উঠে আসে। এর মধ্যে কিছু গল্প হয় গল্পকারের ভাবনা, কল্পনা। আবার কিছু গল্প উঠে আসে গল্পকারের নিজের জীবন থেকে। ফেরা বইটা এরকমই। গল্পকার দুবোন। দুবোনের জীবনের বাস্তবতা থেকেই লেখা।