আরবি রস (Arobi Ros)
জোছনাফুল (Jochnaful)
তারাফুল
আবদুল্লাহ মাহমুদ নজীব একজন স্বাপ্নিক সবুজ তরুণ। নিজের জীবনবোধ এবং জীবনদর্শন থেকে তিনি আমাদের জন্য কিছু পাঠ তুলে এনেছেন। জীবনের নিত্য পরিসরে, স্রষ্টার সান্নিধ্যে আসতে তিনি যে-উপায়, যে-দর্শন লালন করেন, সেই দর্শন পড়ে আগ্রহী পাঠকমাত্রই ভাববে, চিন্তা করবে―এমনটাই তিনি আশা করেন। তার সেই জীবনদর্শনের সমন্বিত রূপের নাম― ‘তারাফুল’। তারাফুলের মতো করে প্রস্ফুটিত হবে বিশ্বাসী হৃদয়গুলো―এমন প্রত্যাশা আমাদেরও।
মেঘপাখি (Meghpakhi)
সবুজ চাঁদে নীল জোছনা (Sobuj Chade Nil Jochona)
সবুজ রাতের কোলাজ
পৃষ্ঠা : 93, কভার : হার্ড কভার, সংস্করণ : দ্বিতীয় সংস্করণ, ডিসেম্বর ২০১৮
প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের লেখক আরিফ আজাদ বলেন,
.
‘নজীবের সাথেপরিচয় তাঁর কবিতার মাধ্যমেই। যেদিন তাঁর কবিতা পড়ি, সেদিন অস্ফুটে বলে উঠেছিলাম—”আমরা পেয়ে গেছি আমাদের নতুন আল মাহমুদ। আমাদের নতুন ফররুখ আহমদ।” আমি নজীবের কবিতার একজন একনিষ্ঠ ভক্ত। আমি এবং আমরা যে রেঁনেসার স্বপ্ন দেখি, সেই রেঁনেসায় নজীবের ভূমিকা হবে বিশাল কিছু। আমি দেখতে পাই—একটি সবুজ দেশ। একদল তরুণ আলোর মশাল হাতে এগিয়ে যাচ্ছে। নজীব তাদের নেতৃত্বে।
নজীদের তৃতীয় কাব্যগ্রন্থ সবুজরাতের কোলাজ। যখন শুনলাম আমাকেই বইটার ভূমিকা লিখতে হবে, চিন্তায় পড়ে গেলাম। আমরা কী সাধ্য আছে তাঁর প্রতিভার, তাঁর কাজের কয়েকটি শব্দে মূল্যায়ন করার? নজীবের অন্যান্য কবিতার বইয়ের মতো এ বইয়েও স্থান পেয়েছে তাঁর বেশকিছু অনন্য অসাধারণ কবিতা। এতে আল আকসা নিয়ে কবিতা আছে, নাইয়র কাব্য, আমি কেন কবি, আমি যেদিন বাবা হবো নামে আছে দুর্দান্ত সব কবিতা। আমি আশাবাদী, কবিতাগুলো পাঠকদের হৃদয় ছুঁয়ে যাবে, ইনশাআল্লাহ্।’